TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের নগর উন্নয়ন, পরিকল্পনা ও অবকাঠামো ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (BDA)’ গঠনের গেজেট প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত ২০২৫ সালের গেজেট অ‌ধ্যাদেশ নং ৬৮/২০২৫–এ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের আইনগত কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব চূড়ান্তভাবে উল্লেখ করা হয়েছে।

গেজেট প্রকাশের মাধ্যমে বরিশাল এখন রাজধানী, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর মতো নিজস্ব উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় এলো। দীর্ঘ তিন দশকের দাবি এবং বরিশালের নাগরিক উন্নয়ন–সংক্রান্ত নানা উদ্যোগের পর অবশেষে এই সিদ্ধান্ত বাস্তব রূপ পেল।

সরকারি নথি অনুযায়ী, নতুন গঠিত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ শহরের পরিকল্পিত নগরায়ন, ভূমি ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, ভবন নির্মাণ নিয়ন্ত্রণ, সড়ক সম্প্রসারণ, পরিবেশ–পরিকল্পনা, আবাসন ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবে।

বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল এক উপকূলীয় জেলা হওয়ায় জলাবদ্ধতা, নদীভাঙন, অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ ও সমন্বয়হীন অবকাঠামো—এসব সমস্যা সমাধানে একটি উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই প্রয়োজন ছিল। গেজেট প্রকাশের ফলে এখন এসব পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি হলো।

সরকারি সূত্র জানায়, উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর হলে বরিশাল সিটি কর্পোরেশন–সংলগ্ন ইউনিয়নগুলোসহ বিস্তৃত এলাকায় মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন কাজ হবে। এতে নগর উন্নয়ন হবে দ্রুত, স্বচ্ছ এবং একীভূত কাঠামোয়।

স্থানীয় নাগরিক ও ব্যবসায়ী মহল গেজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, বরিশালের দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত নগরায়ন, জলাবদ্ধতা, ভাঙন ও রাস্তার সংকট দূর হবে।

গেজেট প্রকাশের পর এখন প্রশাসনিক নিয়োগ, জনবল কাঠামো ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বরিশালবাসীর মতে এটি বরিশালের নগর উন্নয়নে নতুন যুগের সূচনা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *