TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন হবে। এটা আমাদের সর্টটার্ম প্রজেক্ট। সরকার ও এ দেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ইনক্লুসিভ একটা নির্বাচন দেয়ার জন্য। কেন্দ্র পাহারা দেওয়া ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার দায়িত্ব সকলের। আর এর জন্য সরকার আপনাদের পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী অগ্রাহয়নের মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, সবাই কেন্দ্রে থাকবেন, যার ভোট নিজের ইচ্ছায় তাকে দিবেন। কেউ যেনো ব্যালট বাক্স ছিনতাই করতে না পারে। এবিষয়ে সরকার শতভাগ প্রস্তুত থাকবে তার ‘ল’ এবং এজেন্সি নিয়ে। কিন্তু আপনাদেরও পাশে থাকতে হবে।

তিনি বলেন, আমরা অপেক্ষা করছি আগামী দিন একটা সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আমাদের পুরানো ঠিকানায় ফিরে যাবো। যারা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আগামীর সরকার গঠন করবে তারা অন্তবর্তীকালীন সরকারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পুরণ করবেন।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল ২০ মিলিয়ন ডলার। আমরা এখন তা ৩২ এর ওপর নিয়ে গেছি। ১৫-১৬ মাসে ১৬ বছরের জঞ্জাল পরিস্কার করা সম্ভব নয়। আগে থেকে একটা কাঠামো তৈরি হয়ে আছে। এই কাঠামোর ভেতরে আমাদের চলতে হয়। আমরা অনেক কিছু পেরেছি, অনেকটা আবার পারিনি। যেটা পারিনি সেটা আগামী দিনের সরকার করবে।

উপদেষ্টা বলেন, আলেমদের মেহনত ব্যর্থ হয়নি, আগামীতেও ব্যর্থ হবে না। ধর্মকে ব্যঙ্ক করে, কটূক্তি করে, ধর্মের অপব্যক্ষা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই। ইসলাম সম্পর্কে যদি কেউ কথা বলতে চায় সেটা আলেম ওলামাদের ঐক্যমত্য হতে হবে। না হলে সংঘাত অনিবার্জ হয়ে পড়ে।

তিনি বলেন, আমরা আইন হাতে তুলে নিবো না। আগামী দিনে যদি অন্য কোনো সরকার ক্ষমতায় আসে সেই সময় যদি আইন হাতে তুলে নেন তাহলে সহিংসতা বেড়ে যাবে। ‘ল’ থাকবে না, আইন থাকবে না। ধর্মের নামে কেউ অপব্যক্ষা করলে বা বিশৃঙ্খলা করলে তাদের কোনো সুযোগ দেয়া হবে না। যারা এগুলো করছে তাদেরকে ধরে আমরা আইনের আওতায় আনছি।

তিনি আরো বলেন, একটা সুযোগ এসেছে ৫৪ বছর পরে হাতে হাত ধরার। সুযোগ বার বার আসে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা যদি খোলাফায় আর্শেকেদিন দিনের আদলে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একে অপরের হাত ধরে হবে। একের সাথে একের টান থাকতে হবে। টান যদি শেষ হয়ে যায় সেই দিন আমাদের পতন ঘটবে।

এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সহ আরো অনেকে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *