খবর ডেস্ক
ভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার। রাতের আগুনে সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তারা।
সরেজমিনে দেখা যায়—ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নিজেদের ঘরের অবশিষ্ট যা আছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। কারও হাতে অর্ধদগ্ধ কাপড়, কারও কাছে ভাঙা বাসনপত্রই শেষ সম্বল। চারদিকে পোড়া কাঠ, টিন, কংক্রিট আর ধোঁয়ার তীব্র গন্ধ—যা মনে করিয়ে দিচ্ছে আগুনের দুঃসহ রাতের কথা।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বস্তির ঘিঞ্জি পরিবেশ ও চরম পানি সংকটের কারণে আগুন নেভাতে বড় বাধার মুখে পড়তে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ১৯টি ইউনিট। স্থানীয় বাসিন্দারাও নেভানোর কাজে সক্রিয় ভূমিকা রাখেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। পানি সংকট, সংকীর্ণ গলি এবং কাঠ-টিন নির্মিত ঘরের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি।



