নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আমির খানকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির খান জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই আমির খান মিরপুরে আত্মগোপনে ছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরিশালে আনা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সন্ধ্যায় আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




