নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশাল’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এতে বক্তারা বলেন, সমাজে নারী ও কন্যাদের ওপর সহিংসতা এখনও উদ্বেগজনক হারে ঘটছে। ঘরে-বাইরে শারীরিক নির্যাতনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অপমান, হুমকি, স্ট্যালকিংসহ বিভিন্ন সহিংসতার মুখোমুখি হতে হচ্ছে নারীদের। এ পরিস্থিতি মোকাবেলায় কেবল আইনি ব্যবস্থা নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচারণা জরুরি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন কর্মী হাসিনা বেগম নিলা এবং আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাত। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য সমাজের পরিচয় এবং ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে নারী সংগঠন, উন্নয়ন সংস্থা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের নারীদের সুরক্ষা নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।



