নিজস্ব প্রতিবেদক :
হিজলা উপজেলার দীর্ঘদিনের অবহেলা, রাজনৈতিক উদ্দেশ্যে ইউনিয়ন–মৌজা কেটে নেওয়া, ভূমি দস্যু ও বালুমহল সিন্ডিকেটের দখল–লুটপাট, এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হিজলা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মাহাবুবুল আলম দুলাল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বরিশালের হোটেল কিংফিশারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন—১৯৯২ ও ২০০৪ সালে রাজনৈতিক স্বার্থে হিজলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও মৌজা অন্য জেলায় কেটে দেওয়া হয়।
২০০৮ সালের পর সীমান্তবর্তী এলাকায় ভূমি দস্যুরা হাজার হাজার একর জমি দখল করে রাজস্ব ফাঁকি দিয়েছে। গণঅভ্যুত্থানের পর গৌরবদী ও দুলখোলায় ব্যাপক লুটপাট, চাঁদাবাজি ও মব সন্ত্রাস ঘটে।
সরকারি বালুমহলকে কেন্দ্র করে আন্তজেলা অপরাধী সিন্ডিকেট কোটি টাকার বখরা বাণিজ্যে লিপ্ত থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালুমহলের উপবিডার জাকির শিকদারের ওপর সন্ত্রাসী হামলায় ১৫–২০ শ্রমিক আহত হলেও মামলার অগ্রগতি নেই।
হিজলা সদরে এখন প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রধারী গোষ্ঠীর দৌরাত্ম্য চলছে। তিনি জানান, ডিআইজি বরিশাল রেঞ্জ অতিরিক্ত পুলিশ সরবরাহের আশ্বাস দিয়েছেন।
দুলাল বলেন, “হিজলার মানুষ আজও ভয়াবহ নদীভাঙন ও সন্ত্রাসের মাঝে মানবেতর জীবন কাটাচ্ছেন। হিজলাকে রক্ষা করতে জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া জরুরি।




