নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে নগরীর নদী বন্দর এলাকায় এ মানবিক সহায়তা করা হয়।
রাত বাড়লেও শীতের প্রকোপে কাঁপছিল নদী বন্দর এলাকায় থাকা অসহায় মানুষজন। তাদের হাতেই পর্যায়ক্রমে কম্বল তুলে দেন অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। একেকজন কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, “তারেক রহমান সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার বার্তা দেন। শীতের রাতে অসহায় মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই আয়োজন। বিএনপি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করে।
কম্বল বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




