নিজস্ব প্রতিবেদক :
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে দেশের স্বার্থে। দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জনগণের ভোটের অধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি একটানা ১৭ বছর। আমাদের কোন প্রাপ্য প্রত্যাশা নেই প্রাপ্য এটাই জনগণের ও দেশের কল্যাণ। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের কাছ থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার জুলাই যোদ্ধা সম্মাননা স্মারক গ্রহণকালে এ কথা কথা বলেন তিনি।
জিয়া সিকদার আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র সহ জনগণের ভোটের অধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব যেন প্রতিষ্ঠা পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। দেশের কল্যাণে কাজ করছি দেশের কল্যানে কাজ করতে চাই। আমরা দেশের কল্যানে কাজ করতে গিয়ে অনেকে আহত হয়েছি আমাদের ভিতরে অনেকে শহীদ হয়েছেন। সেইসব শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন আমি আহত হয়েছি মহানগরের আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক আহত হয়েছেন। এরকমের শত শত নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে মানবতার জীবন যাপন করছেন। জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকলে এটাতেই আমাদের সন্তুষ্টি।
সম্মাননা স্মারক গ্রহণকালে তার সাথে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।