নিজস্ব প্রতিবেদক :
স্বাচিপ নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এর ডা. আশরাফুল কে বরিশালে অবাঞ্চিত ঘোষনা করেছে সাধারন ছাত্র ও চিকিৎসকরা।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদায়িত হয়েছেন স্বাচিপ নেতা ডা. আশরাফুল।
আর এ কারেন আজ মঙ্গলবার বেলা ১২ টায় শেবাচিম হাসপাতালের পেছনের গেটে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাকে অবাঞ্চিত ঘোষনা করেছে সাধারন ছাত্র ও চিকিৎসকরা।
এসময় শিক্ষার্থীরা বলেন ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকার এর দোসর ডা আশরাফুল এর পদায়ন এই বরিশালের ঐতির্যবাহি মেডিকেলে করতে দেয়া যাবেনা। কর্তপক্ষ এই দোসরের পদায়ন বাতিল না করলে বড় আন্দোলনে যাবে সাধারন ছাত্র ও চিকিৎসকরা।
এ বিষয়ে ডা. আশরাফুল জানান, আমাকে গত ১৩ ফেব্রুয়ারী বদলি করা হয়েছে বরিশাল মেডিকেল আগামি বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী আমার যোগদান করার কথা রয়েছে। সাধারন ছাত্র ও চিকিৎসকরা আমাকে অবাঞ্চিত ঘোষনা করেছে তা জানাছিলোনা। বিষয়টি কতৃপক্ষের সাথে আলাপ করে দেখব। তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই হবে।