বরিশালের খবর ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির সম্পন্ন হয়েছে। ১৫ই নভেম্বর শুক্রবার বরিশাল বিভাগীয় গ্রন্থগারে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল জেলার নায়েব আমীর ড. মহ্ফুজুল হক।
প্রধান অতিথি বলেন,পরিবর্তিত পরিস্থিতিতে এখন মানুষ নতুন ভাবে ভাবতে শুরু করেছেন। তারা এখন বলতে শুরু করছে সকল দলকে দেখা হয়েছে, এখন শুধু জামায়াতে ইসলামীকে দেখা বাকি আছে। আমাদের বেশি বেশি সামাজিক কাজ করতে হবে, যেকোনো বিপদে মানুষ যাতে জামায়াতে ইসলামীর কাছে আসে সেটা নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মাহফুজুল হক বলেন,সকল শ্রেণী পেশার মানুষকে চিন্তা চেতনা এক নয় নিজ নিজ চিন্তার মানুষকে যাতে কাজের ক্ষেত্রে পাশে পায় সেটা নিশ্চিত করতে হবে। সমাজে সকল শ্রেণীর মানুষের ভুমিকা আছে তাদের যোগ্যতার সর্বোচ্চটুকু যাতে কাজে লাগাতে পারে সেটা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন,আমাদের গঠনতন্ত্রে আমাদের ঈমান ও আকিদার ব্যাপারে স্পষ্ট করা হয়েছে। আমাদের সকল কর্মকাণ্ড হবে কুরআন ও হাদিসের গন্ডির মধ্যে থেকে। আমাদের সকল কর্মকাণ্ড হবে পরকালকে সামনে রেখে, দুনিয়াবি লোভ লালসা যাতে আমাদের পরকালীন জগৎকে ধ্বংস করে না দেয়া। আমাদের মহানগরীর সকল ওয়ার্ডকে সংগঠিত করতে হবে এবং আন্দোলন জনমানুষের কাছে নিয়ে যেতে হবে।
আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান প্রমুখ।