TT Ads
Spread the love

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের, সাতলা গ্রামে, মাছের ঘের কে কেন্দ্র করে  সাতলা বাজারের ফিট ব্যাবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

 

 এলাকার মাছের ঘের, অধিপাত্য ও পূর্বের শত্রুতার জেড় ধরে হত্যাকান্ড ঘটনাটি ঘটেছে বলে ধরনা করা হচ্ছে ।

 

স্থানীয় সূত্রে জানা যায় ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শাহিন হাওলাদার ,ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদার ও  চাচাতো ভাই  ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারসহ একাধিক সন্ত্রাসীদের বিরুদ্ধে মাছের ঘের দখল, এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে  একাধিক মামলার বাদী ছিলেন ইদ্রিস হাওলাদার।

 

সাতলায় মৎস্য ঘেরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে কোটি টাকার ক্ষতি করার মামলায়  প্রায় ৪মাস আগে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার, তার ভাই  ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদার জেল হাজতে ছিলেন। নিহতদের পরিবারের অভিযোগ মামলার আসামীরাই দু’জনকে কুপিয়ে হত্যা করেছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, ২৪ আগষ্ট শনিবার দিবাগত রাত  ১০ টার দিকে পশ্চিম সাতলা গ্রামের মো:সোহরাব হাওলাদারের পুত্র ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি,  ব্যাবসায়ী  ইদ্রিস হাওলাদার তার চাচাতো  ভাই মো: সাগর হাওলাদার (২২) কে নিয়ে মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে পশ্চিম সাতলা ব্রীজের পশ্চিম পাড় অতিক্রম কালে সন্ত্রাসীরা মটর সাইকেল গতিরোধ করে ইদ্রিস ও  তার চাচাতো ভাই সাগরকে এলোপাথরি ভাবে কুপিয় জখম করে । দূবৃর্ত্তরা ব্যাবসায়ী  ইদ্রিসের মূত্যু নিশ্চিত ভেবে তাকে ফেলে পালিয়ে ।

 

রাতেই স্থানীয় লোকজন আহত ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো  ভাই সাগর হাওলাদারকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ যাবার পথে  রাতে  ইদ্রিস হাওলাদার মৃত্যু বরণ করেন । গুরত্বরও আহত সাগর হাওলাদার রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

 

 নিহত ইদ্রিসের স্ত্রী  অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জেড় ধরে ইদ্রিস হাওলাদারের দায়ের করা  মামলার আসামীরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল সে বিষয়টি তিনি পরিবারকে জানিয়ে ছিলেন।

উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর অহম্মেদ বলেন, ঘটানার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের টিম মাঠে রয়েছে। নিহতদের পরিবার  লিখিত অভিযোগ দিলেই মামলা দায়ের করা হবে। নিহত ২ জনের  লাশ বরিশাল সেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *