নিজস্ব প্রতিবেদক :
কোটা আন্দোলনকারীদের সমর্থনে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্নস্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। অগ্মিসংযোগ করে শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনকালে বিজিবি,র্যাব ও পুলিশের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজিবি, পুলিশ প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ারসল ও সাউন্ড নিক্ষেপ সহ রাবার বুলেট ছোড়ে।
অন্যদিকে বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপি আহবায়ক মিনরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও ১নং যুগ্ম আহবায়ক আফেরাজা খানম নাসিরেনর নেতৃত্বে ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে সড়কে লাইটপোস্ট ফেলে ও আগুন জালিয়ে সড়ক অবরোধের পক্ষে শ্লোগান দেয়।
এছাড়া শহরের জিলা স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। আজ বৃহস্পতিবার (১৮) জুলাই বেলা ১১টায় বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে।
পরবর্তীতে সেখানে বিজিবি,র্যাব ও পুলিশ বাহিনী সমন্বয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে বাধা প্রদান করে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে একাধিক টিয়ারসেল,রাবার বুলেট ছোড়ে শিক্ষার্থীদের ছত্রভংগ করে দেয়। পরবর্তীতে পুনরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলে বিশেষ এক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।
এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সিএন্ডবি সড়কের টিটিসির সম্মুখে লাইটপোস্ট ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের পক্ষে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি ১ নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন সহ যুবদল,ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা।
বেলা ১টার দিকে বরিশাল সাবেক সিটি মেয়র ও বরিশাল বরিশাল মহানগর অঅওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ও মহানগর শ্রমিক লীগের সম্পাদক রইস আহমেদ মান্নার সমর্থক সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র ও বিভিন্ন লাঠিসোঠা নিয়ে সড়ক অবরোধকারীদের ধাওয়া করে সড়িয়ে দেয়।
এছাড়া বিকালে নগরীর সদররোডে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সমর্থনে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এরিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে রেখেছে।