প্রকাশ: ১২ মে, ২০২২ ১০:২৬ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : একনেকে ৫শ” ৫৫ কোটি টাকার প্রকল্প পাশ হওয়ার আগে ভিডিও কলে নদী ভাংগনের সব শেষ অবস্থা পর্যবেক্ষন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। জেলার হিজলা উপজেলার হরিনাথপুরের বদরটুনি সংলগ্ন মেঘনার শাখা নদীর ভাংগনের তীব্রতা বৃহস্পতিবার (১২ মে) সকালে ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রীকে দেখান পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। এ সময় প্রতিমন্ত্রী ভিডিও কলে শিঘ্রই এই প্রকল্পটি একেনেকে পাশ হবে বলে স্থানীয় জনগনকে প্রতিশ্রুতি দেন বলে জানান নির্বাহী প্রকৌশলী।
তিনি আরও জানান, মেঘনার শাখা নদীর তীব্র ভাংগনের হুমকীতে রয়েছে বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা, বাজার, ইউনিয়ন পরিষদ, আশপাশের বহু ঘরবাড়ি, বাগান এবং কৃষি জমি। স্থানীয় জনগনের দাবীর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এর আগে ওই এলাকা পরিদর্শন করে তাদের জীবন-জীবিকা রক্ষায় নদীর তীর সংরক্ষনের প্রকল্প প্রনয়নের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে প্রমত্তা মেঘনা তীরবর্তী পুরাতন হিজলা, বাউশিয়া ও হরিনাথপুর এলাকা রক্ষায় ৫শ’ ৫৫ কোটি টাকার প্রকল্প প্রেরন করা হয় মন্ত্রনালয়ে। জিওব্যাগ ফেলে সিসি ব্লকের মাধ্যমে নদীর তীর সংরক্ষনের ওই প্রকল্প একনেকের বৈঠকে পাশ হওয়ার আগে বৃহস্পতিবার (১২ মে) ভিডিও কলে নদী ভাংগনের সবশেষ ভয়াবহতা পর্যবেক্ষন করেন প্রতিমন্ত্রী।