প্রকাশ: ১২ মে, ২০২২ ১০:০৯ : অপরাহ্ণ
মো. সেলিম, হিজলা : বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব১৭) ফাইনাল খেলার সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৫ টার সময় উপজেলা সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বরজালিয়া ইউনিয়ন সদর একাদশ ও মেমানিয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দীগঞ্জের সাংসদ পংকজ নাথ। খেলায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধাক্ষ সাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন, উপজেলা আ,লীগের যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।