RCB-র মিউজিক ভিডিওতে নাচলেন কোহলি - বরিশালের খবর-Barishaler Khobor

বাংলাদেশ, ১৯শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

RCB-র মিউজিক ভিডিওতে নাচলেন কোহলি - বরিশালের খবর-Barishaler Khobor

RCB-র মিউজিক ভিডিওতে নাচলেন কোহলি

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২১ ৮:৫৬ : অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালকে প্রায়শই নাচানাচি করতে দেখা যায়। শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ানরাও ইতিমধ্যেই নিজেদের নাচের স্কিল দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাই বলে কোনো মিউজিক ভিডিওতে রীতিমতো নায়কোচিত ভঙ্গিমায় নাচ-গান করছেন বিরাট কোহলি, এমনটা ভাবা মুশকিল ক্রিকেটপ্রেমীদের পক্ষে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সৌজন্যে ঠিক সেটাই দেখা গেল এবার। আরসিবির মিউজিক ভিডিও ‘Never Give Up, Don’t Back Down’-এ নেচে-গেয়ে অনুরাগীদের চমকে দিলেন কোহলি।

শুধু কোহলি নয়, এবি ডিভিলিয়ার্স, যুজবেন্দ্র চাহাল, ম্যাক্সওয়েলের মতো তারকাদেরও মিউজিক ভিডিওতে নাচতে দেখা গেছে। আরসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, দলীয় সংহতি এবং আরসিবির সাহসী স্পিরিট নিয়ে খেলা উদযাপন করা হচ্ছে।

কোহলি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিউজিক ভিডিওটি। তবে পোস্ট করা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে ভিউয়ারের সংখ্যা। লাইক পড়ছে ঝড়ের গতিতে।

আইপিএলের শুরু থেকে তারকা ক্রিকেটাররা খেলে আসছেন আরসিবির হয়ে। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। অথচ দলে তারকার অভাব নেই। কোহলি, ডিভিলিয়ার্স, গেইলের মতো তারকা খেলেছেন কিন্তু তবুও ট্রফি অধরা থেকে গেছে।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সকল নিউজ