নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদল এর নবগঠিত কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজের ভাইস প্রিন্সিপাল ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এর পরপরই ডেংগুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মেডিকেল কলেজের সমগ্র ক্যাম্পাসে ফগার মেশিন দিয়ে মশানাশক ঔষধ ছিটানো হয়। এছাড়াও পরিস্কার পরিছন্নতা অভিযান চালায় তারা।

একই সাথে শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সহযোগিতায় ক্যাম্পাসের চলমান ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এর লক্ষ্যে নবগঠিত শেবাচিম ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের জন্য সাউন্ড বক্স প্রদান করে কমিটির নেতৃবৃন্দ।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস হবে একটি সুস্থ সুন্দর এবং সম্প্রিতির বন্ধনে আবদ্ধ ক্যাম্পাস। যেখানে সকল শিক্ষার্থীবৃন্দ এক সাথে মিলে মিশে সকলের পাশে থেকে সকল সমস্যা দূল করা সহ সামাজিক, সাংস্কৃতিক ও মেল বন্ধনের মাধ্যমে শিক্ষার পরিবেশ কে আরও তরান্নিত করার জন্য ছাত্রদল সব সময় কাজ করে যাবে।

মোঃ মিজানুর রহমান :
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে বানারীপাড়া উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে বানারীপাড়া ডিগ্রি কলেজ।

১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে কলেজটি।

কলেজটির বর্তমান অধ্যক্ষ মোসাঃ আফরোজা বেগমের সঠিক তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে কলেজটি। তিনি দায়িত্ব নেবার পর থেকে কলেজটি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল গঠন করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। দুর্বল শিক্ষার্থীদের গাইড শিক্ষকের তত্ত্বাবধানে এনে তদারকি করাচ্ছেন। যার জন্য কলেজটি সাফল্য ধরে রেখে দিন দিন আরো উন্নতি করছে।

কলেজটির এবারের পাসের হার ৮০.৩৭% যা বানারীপাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ পেয়েছে ৩জন, জিপিএ-৪ পেয়েছে ২১জনসহ মোট ১৩১জন শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফলের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা।