নিজস্ব প্রতিবেদক :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান।

বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), মোঃ জহিরুল ইসলাম আকন্দ, সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক, ব্যাবসায়ি আকবর হোসেন, রাকিবুর রহমান রিজভী সহ অন্যান্যরা। এছাড়াও ওই এলাকার ৩০ জন মৎস চাষি অংশনেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আনিসুজ্জামান বলেন, নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। কারন আমাদের দেশের মাছ এখন রপ্তানি হয়। মাছে কোন ধরনের বিষাক্ত দ্রব থাকলে সেটা নারাপদ নয়। যা খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়।
আনিসুজ্জামান আরও বলেন, আমাদের দেশে পরিত্যাক্ত যেসব জলাসয় রয়েছে সেগুলোকে চাষের আওতায় আনতে হবে। এতে করে অর্থনিতি ও নিজের ভাগ্য বদল হবে।

১৮থেকে ২৪ আগস্ট পর্যন্ত পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক :

এখনো দেশে অনেক মানুষ না খেয়ে মরছে। অনাহারে দিন যাপন করছে। সেসময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকেরা এদিকে ওদিকে হাঁসের মাংস খেতে যান তাদের কথার প্রতি কতটা গুরুত্ব দেওয়া উচিত। নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন থেকে যায়। এগুলো শুধু পরিস্থিতি জিয়ে রেখে শুধুমাত্র নিজেদের স্বার্থ আদায় করার কথাবার্তা হচ্ছে। আমি মনে করি ভবিষ্যতের রাজনীতিতে এবং নেতৃত্বে ঐ সকল যুবসমাজিই আসবে। এখন থেকেই তাদের উচিত যারা অভিজ্ঞ বয়স্ক তাদের কাছ থেকে শিক্ষা এবং পরামর্শ নিয়ে আচার-আচরণ ঠিক করা বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল।

 

বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

মোয়াজ্জেম হোসেন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে বলেন, দুটো জিনিস তো সাংঘর্ষিক হতে পারে না। যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে তো ৩শ আসনে প্রার্থী ঘোষণা করার মানেই হয় না। ইতিমধ্যে দেখেছেন যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন তারা তো প্রার্থী ঘোষণাই করে দিয়েছে।

 

তিনি আরও বলেন, নির্বাচন হতে দেওয়া হবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এগুলো তারা বলছেন আবেগে তাদের বয়স কম, দক্ষতা কম থাকার কারণে।

 

আলাল বলেন, তারেক রহমানের একটি মামলায় আপিল ডিভিশনে শুনানি চলছে। মামলাটি স্পর্শকাতর এই মামলাটি রায় ঘোষণায় যদি খালাস পেয়ে যান তাহলে তারেক রহমান সকল ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে যাবেন। তারপরই তিনি দেশে ফিরবেন।

 

ইতিমধ্যে দলের যারা দেশে অরজগতা করে তাদেও অনেককেই বহিস্কার করা সহ আজীবন দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি দলের স্থায়ী কমিটির সদস্যরাও কারণ দর্শানোর নোটিশ পায়। সুতারং বিএনপির কেন্দ্রীয় কার্যকালাপ দেশে জনগনের উচিৎ দেশ পরিচালনার দায়িত্ব দেয়া।

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বীজ প্রত্যয়ন এজেন্সির (এসসিএ) উদ্যোগে নগরীর সাগরদী ধানগবেষনার ব্রির হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

 

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. সুরজিত সাহা রায়। আলোচক হিসেবে ছিলেন এসসিএর অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ সাইফুল আলম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।

 

সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিাচলক (বীজ বিপণন) কে এম আক্তার হোসেন, ডিএই ভোলার জেলা প্রশিক্ষণ অফিসার মো. শামীম আহমেদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, পটুয়াখালীর বীজ উৎপাদনকারী মো. জাহাঙ্গীর খান প্রমুখ।

 

সেমিনারে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক, বীজ উৎপাদনকারী এবং বীজ ডিলার মিলে অর্ধশতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

 

সেমিনারে সভাপতি বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ তখনই সম্ভব হবে, যখন উৎপাদিত নিরাপদ খাবার মানুষের কাছে সহজলভ্য হয়। এ ক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা অনন্য। শস্য উৎপাদন আশানুরূপ হওয়ার জন্য দরকার মানসম্পন্ন বীজ ব্যবহার। আর এই ধরনের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ফসলের জাতগুলো বীজ প্রত্যয়ন এজেন্সীর মাধ্যমেই অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য উপদেষ্টা, সচিব, পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শেবাচিমের সমস্যা নিয়ে পরিচালক কথা বলেছেন। এ দাবীগুলো নিয়ে আগে থেকেই কাজ শুরু হয়েছে, যন্ত্রপাতি আমদানি বিদেশি মুদ্রায় করতে হয়। এর প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার। এগুলোর জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। এসব কিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান। এগুলো রাতারাতি সম্ভব নয়। বলে মন্তব্য করেছেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

 

বরিশালে স্বাস্থ্য সংস্কারের দাবীর বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা ইতিবাচক রয়েছেন। তবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কমপক্ষে তিনমাস সময় লাগবে।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে।

 

এক থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না হলে তখন প্রশ্ন করার সুযোগ থাকবে বলেন তিনি।

এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার বরিশালে আন্দোলন স্থলে হাজির হওয়া প্রসঙ্গে তিনি ইতিবাচক কোনো খবর দিতে পারেন নি।

 

কিছু সমস্যা স্থানীয়ভাবে এবং কিছু সমস্যা জাতীয়ভাবে সমাধান করতে হবে। চারজন ডাক্তার আজকে নতুন পদায়ন হয়েছে। এছাড়াও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের নানা  প্রশ্নের জবাব দেন তিনি।

এসময় শের ই বাংলা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. আনোয়ার হোসেন বাবলু উপস্থিত ছিলেন।

 

এই হাসপাতালে গত অর্থ বছরে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৯৩ হাজার। মারা গেছে ৭ হাজর ৪৭ জন। জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে ২ লাখ ২২ হাজর ৮১৭ জন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৫ লাখ ৭২ হাজার ৭২৯ জন। অপারেশন হয়েছে ৩১ হাজর ৩৯৭ জনের।

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে দেশের স্বার্থে। দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জনগণের ভোটের অধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি একটানা ১৭ বছর। আমাদের কোন প্রাপ্য প্রত্যাশা নেই প্রাপ্য এটাই জনগণের ও দেশের কল্যাণ। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের কাছ থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার জুলাই যোদ্ধা সম্মাননা স্মারক গ্রহণকালে এ কথা কথা বলেন তিনি।

 

জিয়া সিকদার আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র সহ জনগণের ভোটের অধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব যেন প্রতিষ্ঠা পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। দেশের কল্যাণে কাজ করছি দেশের কল্যানে কাজ করতে চাই। আমরা দেশের কল্যানে কাজ করতে গিয়ে অনেকে আহত হয়েছি আমাদের ভিতরে অনেকে শহীদ হয়েছেন। সেইসব শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন আমি আহত হয়েছি মহানগরের আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক আহত হয়েছেন। এরকমের শত শত নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে মানবতার জীবন যাপন করছেন। জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকলে এটাতেই আমাদের সন্তুষ্টি।

 

সম্মাননা স্মারক গ্রহণকালে তার সাথে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী  চিকিৎসকদের সংগঠন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ড্যাবের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি ডা. সাজিদ সহ অন্যান্যদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে। ডা.সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের পক্ষ থেকে তার সমর্থকরা এই সিদ্ধান্তকে “অন্যায় ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক” বলে দাবি করেছে।

 

এ বিষয়ে দলের বিভিন্ন পর্যায় থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ডা সাজিদ দীর্ঘ ১৯ বছর ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

ঘটনা সূত্রে জানা যায়, ড্যাবের সদস্যপদ পুনর্বহালের প্রক্রিয়ায় সাক্ষাৎকার গ্রহণ পর্বে দুইজন চিকিৎসক—শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. সাইফুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থি সংগঠন স্বাচিপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ও একই সাথে সাক্ষাতকার গ্রহনের দিনে তাদের সাক্ষাৎকারে না ডাকা সত্বেও তারা সেখানে এসে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কে বিশৃঙ্খলা সৃষ্টিতে বাধা প্রদান করেন ডা. সাজিদ, ডা শাওন ও ডা. রাকিব সহ বেশ কিছু জাতীয়তাবাদী চিকিৎসক।

 

শের ই বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী ভাবাদর্শের চিকিৎসক বৃন্দ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা শাওন বিন রহমান ও ডা. রাকিবুজ্জামান এর বিরুদ্ধে গৃহীত স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হয়।