নিজস্ব প্রতিবেদক :

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

সোমবার (৭জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। মৃত সনিয়া (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ: ছালামের মেয়ে এবং অপর মৃত মো. সাইফুল মোল্লা (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৫জন। বিভাগের ৬ জেলায় আরো ১৫৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়া সামর্থ্যের মধ্যে থাকতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে।

 

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭১৭ শত জন।

 

বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১৬ জনের মধ্যে ৭জনই বরগুনার।

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোর যাত্রীসেবার  মানউন্নয়ন, চাঁদাবাজি বন্ধ, চালক, শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও পরিবহন খাতে নানা সমস্যা নিরসনে গঠন করা হয়েছে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নতুন কমিটি।

 

এ উপলক্ষে শনিবার (৫জুলাই) সকাল ১১ টায় রুপাতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংগঠনের কার্যালয় এ অভিষেক অনুষ্ঠিত হয়।

 

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি জিয়াউদ্দিন সিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে

পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসিরের সঞ্চালনায় বিভাগের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন সহ পাঁচজনকে সহ-সভাপতি, ছয় জনকে যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন সিকদার জানান, যাত্রীসেবার  মানউন্নয়ন, চাঁদাবাজি বন্ধ, চালক, শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও পরিবহন খাতে নানা সমস্যা নিরসনে বিভাগের সকল বাস মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই সংগঠনের লক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাস যাত্রীদের সাথে মালিক-শ্রমিকদের ভালো সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যই হবে সংগঠনের মূল কাজ। এছাড়াও ব্যবসায়ীরা নির্বিঘ্নে চাঁদাবাজ মুক্ত ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরী।