নিজস্ব প্রতিবেদক :
কোটা আন্দোলনকারীদের সমর্থনে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্নস্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। অগ্মিসংযোগ করে শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনকালে বিজিবি,র‌্যাব ও পুলিশের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজিবি, পুলিশ প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ারসল ও সাউন্ড নিক্ষেপ সহ রাবার বুলেট ছোড়ে।

অন্যদিকে বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপি আহবায়ক মিনরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও ১নং যুগ্ম আহবায়ক আফেরাজা খানম নাসিরেনর নেতৃত্বে ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে সড়কে লাইটপোস্ট ফেলে ও আগুন জালিয়ে সড়ক অবরোধের পক্ষে শ্লোগান দেয়।

এছাড়া শহরের জিলা স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। আজ বৃহস্পতিবার (১৮) জুলাই বেলা ১১টায় বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে।

পরবর্তীতে সেখানে বিজিবি,র‌্যাব ও পুলিশ বাহিনী সমন্বয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে বাধা প্রদান করে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে একাধিক টিয়ারসেল,রাবার বুলেট ছোড়ে শিক্ষার্থীদের ছত্রভংগ করে দেয়। পরবর্তীতে পুনরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলে বিশেষ এক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।

এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সিএন্ডবি সড়কের টিটিসির সম্মুখে লাইটপোস্ট ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের পক্ষে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি ১ নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন সহ যুবদল,ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা।

বেলা ১টার দিকে বরিশাল সাবেক সিটি মেয়র ও বরিশাল বরিশাল মহানগর অঅওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ও মহানগর শ্রমিক লীগের সম্পাদক রইস আহমেদ মান্নার সমর্থক সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র ও বিভিন্ন লাঠিসোঠা নিয়ে সড়ক অবরোধকারীদের ধাওয়া করে সড়িয়ে দেয়।

এছাড়া বিকালে নগরীর সদররোডে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সমর্থনে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এরিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে রেখেছে।

বরিশালের খবর বিনোদন ডেস্ক :
অভিনয়ে ব্যস্ততার বাইরে নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন মেহজাবীন চৌধুরী। ফুরসত পেলেই দেশ-বিদেশে ঘুরতে ভালোবাসেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী।

মেহজাবীনের স্বপ্ন ছিল নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। নায়াগ্রা জলপ্রপাতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এ কথা জানান মেহজাবীন চৌধুরী।

ছবিতে তাকে বেশ খোশমেজাজে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল সাদা প্যান্ট। নীল লুরেক্স স্লিম নিট শার্টে পরিপাটি লাগছিল অভিনেত্রীকে। খোলা চুলে চোখে রোদচশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি দেখে অভিভূত তার ভক্ত-অনুরাগীরাও।

সর্বশেষ ‘তিথিডোর’ নাটকে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। এতে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে, সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তার অনবদ্য অভিনয় দিয়ে আবারও দর্শকহৃদয়ে নাড়া দিয়েছে।

বরগুনা:
বেতাগী উপজেলার ৫ ইউনিয়নে যুবলীগের কমিটি অনুমোদন নিয়ে সংগঠনে বিভক্তি চরম আকার ধারণ করেছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় অর্থ বাণিজ্য করে হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি দেওয়ার প্রতিবাদে বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কের সোনার বাংলা এলাকায় তুলকালাম করেছেন পদবঞ্চিতরা।

সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা।
গত শুক্রবার বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সব কমিটির অনুমোদন দেওয়া হয়। গত বছরের মার্চ মাসে এসব ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সদ্য ঘোষিত হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেন দলের বঞ্চিত নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম সজিবসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা টাকার বিনিময় বিএনপির লোক দিয়ে সদ্য ঘোষিত ইউনিয়ন যুবলীগের গঠিত কমিটি বাতিলের দাবি করেন। সন্ধ্যায় তা প্রত্যাহার করলেও আগামীতেও কমিটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

উপজেলা যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ ইউনিয়নে যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন- বিবিচিনি ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম আজাদ ও মো. আবুল কালাম আজাদ, হোসনাবাদ ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান ও মো. সফিকুল ইসলাম, মোকামিয়া ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও মো. রিয়াজুল ইসলাম, বুড়ামজুমদার ইউনিয়নে মো. সহিদুল ইসলাম নাসির ও মহিদুজ্জামান রণ এবং কাজিরাবাদ ইউনিয়নে এইচ.এম সজিব ও মো. তারেকুজ্জামান তারেক।

অভিযোগ অস্বীকার করে বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন বলেন, ইউনিয়ন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে উপজেলার ৫ ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বরিশালের খবর ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।’

আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন।

এরপর ২৯ বছর এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী করতে পেরেছি।

তিনি বলেন, ‌আমাদের দেশ বিশ্বের ৩৩ তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে। আশা করছি, আরও এগোতে পারব।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের পাইকার বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচসহ বেশ কিছু সবজির দাম। এর ফলে এরই মধ্যে প্রভাব পড়েছে খুচরো বাজারে।

বিক্রেতারা বলছে, প্রবল বৃষ্টির কারণে দেশের কৃষকরা পণ্য বাজারে নিয়ে আসতে না পারায় এবং শুক্রবার ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় পণ্যের দাম বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে বাজার দর আবার আগের জায়গাতে চলে আসবে।

বরিশাল শহরের একমাত্র বৃহৎ কাঁচাপণ্যের পাইকার বাজার ‘সিটি মার্কেট’ সূত্রে জানা গেছে, শুক্রবার যেখানে ১৮০ থেকে ২২০ টাকা কেজি প্রতি দর ছিলা কাঁচা মরিচের সেখানে শনিবার কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

এছাড়া একদিনের ব্যবধানে শনিবার ২৫ থেকে ৩০ টাকার পটল কেজিপ্রতি ৪৫-৫০ টাকা, ৩৫ থেকে ৪০ টাকার শসা কেজিপ্রতি ৪৫-৫০ টাকা, ১২০ থেকে ১৫০ টাকার গাজর কেজিপ্রতি ১৫০-১৮০ টাকা, ৪৫ টাকার লাউ ৫০-৬০ টাকা, ৩০ টাকার ঝিঙা কেজিপ্রতি ৪০-৪৫ টাকা, ৪০ টাকার বরবটি কেজিপ্রতি ৬০ টাকা, ৮০ থেকে ৩০ টাকার করলা কেজিপ্রতি ৯০ টাকা, ৭০ থেকে ৮০ টাকার বেগুন কেজিপ্রতি ৯০ টাকা, ৩৫ থেকে ৪০ টাকার পোটল কেজিপ্রতি ৪৫ টাকা দরে বিক্রি হয়েছে এ বাজারে। তবে মিষ্টি কুমড়া অপরিবর্তিত ২০-২৫ টাকা দরে বিক্রি হয়েছে।

পাইকার ব্যবসায়ী আমিনুল ইসলাম শুভ জানান, মেহেরপুর, চুয়াডাঙা, কুষ্টিয়া, যশোর ও ঈশ্বরদীতে প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি উত্তোলন করতে পারেনি, তাই বাজারে চাহিদার থেকে সবজি আমদানি কম হয়েছে। আবার শুক্র ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় মরিচও আমদানি হয়নি। আর এ কারণে পাইকার বাজারে মরিচসহ কিছু সবজির দর বেড়েছে।

তবে দুই একদিনের মধ্যে কাঁচা পণ্যের বাজারে দর আবার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সিটি মার্কেটের পাইকার ব্যবসায়ী দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর সিরাজুল ইসলাম দুলাল।

তিনি জানান, মোকাম থেকে ব্যবসায়ীরা সবজি কিনে পাঠান পাইকার বাজারে। আর তারা যে দরে বিক্রি করতে বলেন চালান দেখে সেই দরেই বিক্রি হয়ে থাকে সিটি মার্কেটে। এখানে পাইকার বাজারের ব্যবসায়ীদের দর নিয়ন্ত্রণে কোন হাত থাকে না।

এদিকে পাইকার বাজারে দর বেশি হওয়ার প্রভাব পড়েছে খুচরো বাজারে। নগরের বাংলাবাজার থেকে সবজি কিনে ক্রেতা আরিফুল ইসলাম বলেন, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে সব সবজির দামই কেজি প্রতি ৫-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মরিচের দর বেড়েছে অনেক বেশি। আজ কাঁচা মরিচ কিনলাম ৪০০ টাকা কেজি দরে।

এ বিষয়ে বাজারের ব্যবসায়ীরা বলছেন, পাইকার বাজারে দর বেড়ে গেলে তাদের কিছু করার থাকে না। আর মরিচসহ অন্যান্য সবজি যাদের কাছে গতকালের কেনা ছিল তারা ৪০০ টাকা দরে মরিচ বিক্রি করছেন, আর আজ যারা এনেছেন তাদের আরও কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সূত্র : বাংলানিউজ

নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিও অব্যাহত রয়েছে।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সোমবার (০৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, ক্লাস, একাডেমিক সব কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত এ কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা পিছিয়ে পড়লেও দাবি পূরণ হলে তারা তা পুষিয়ে নেবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বরিশাল বিশ্বিবিদ্যালয় শিক্ষক সমিতির সভাপ‌তি ড. আবদুল বাতেন।

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছে কেন্দ্র। সিনিয়ল যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়। মোঃ মনিরুজ্জামান খান ফারুক কে আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে জিয়া উদ্দিন সিকদার কে এবং এক নং যুগ্ম আহবায়ক করা হয়েছে সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিকে।

এ উপলক্ষে আজ সোমবার বিকেলে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন আহবায়ক কমিটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও আহবায়ক মনিরুজ্জামান ফারুক।

এর পরপরই সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা আনন্দ র‌্যালি করে নবগঠিত মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যালিটি নগরীর প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এর পূর্বে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিদার ও মনিরুজ্জামান খান ফারুককে নেতা কর্মীরা শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যলয়ে নিয়ে আসেন।

সেখানে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনকে দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের অসুস্থার কারনে সেই ফুলের শুভেচ্ছা গ্রহন করেননি।

এছাড়া আনন্দ ও শুভেচ্ছা র‌্যালি করার জন্য দুপুরের পর থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি,শ্রমিকদল,মহিলাদল,যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযাগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্লাকার্ড বহন করে মিছিল সহকারে দলীয় কার্যলয় আসে।