শামীম আহমেদ :
উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই জমে উঠেছে বরিশালের প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারনা আর পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকার প্রতিটি পাড়া ও মহল্লা।

প্রার্থী ও তাদের সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চারজন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া ও তার সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে ইতিমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন।

জনগনের মাথার ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়ে দেওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার সকালে টরকী বন্দরে নির্বাচনী প্রচারে গিয়ে মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া বলেন, বিগত ১৩ বছরে পৌরবাসীর ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

মহাসড়কের পাশে এবং পবিত্রমত স্থান কসবা হযরত দূত মল্লিক পীর সাহেবের মাজারের পাশে পৌরসভার ময়লা ফেলে পৌরসভাকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করে রেখেছে। ময়লার দূর্গন্ধে মানুষ চলাচল করতে পারেনা। পৌরসভার গুরুত্বপূর্ন গ্রামগুলোতে সড়ক বাতি নেই, কার্পেটিং সড়কগুলোর বেহাল অবস্থা, নাগরিক সুবিধা তলানিতে পৌঁছেছে। তাই আগামী ২৬ জুন নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা হলে ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে। পৌর এলাকায় ময়লার ভাগার থাকবেনা। ময়লা অপসারনের জন্য ডাম্পিং ষ্টেশন চালু করা হবে।

কার্পেটিং সড়কের টেকসই মেরামত, সড়ক বাতি স্থাপন সহ শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি গৌরনদীকে একটি মাদক-সন্ত্রাসমুক্ত তিলোত্তমা পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

প্রচারনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বিশিষ্ট শিল্পপতি এনায়েত করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, চামচ মার্কার প্রার্থী শফিকুর রহমান রেজাউল সিকদার ও জগ প্রতিকের প্রার্থী মফিজুর রহমান মিলন।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদটি শুণ্য হয়ে পড়ে। পুনরায় মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার। আগামী ২৬ জুন উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ১৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বরিশাল অফিসের ক্যামেরাম্যান পরিচয়ে প্রতারণা করায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বরিশালের বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করেছে প্রতারক রেজাউল সরদারকে। বানারীপাড়ার চাখার গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে রেজাউল।

প্রতারক রেজাউল সরদারের প্রকৃত পেশা বার্নিশ কাঠমিস্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বরিশাল বাইশারী খেয়াপারাপারের সময় ট্রলারে অজ্ঞাত এক ব্যক্তিকে সময় টিভি বরিশাল ক্যামেরাম্যান পরিচয় দেয় রেজাউল। এসময় তার গায়ে একটি সময় টিভির লোগ সম্বলিত টিশার্ট পড়া ছিল। এমনি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে জিজ্ঞেস করলে তিনি ঐ পরিচয় দিলে জেরার মুখে পড়ে রেজাউল। পড়ে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে প্রতারনার অভিযোগে বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করে।

তবে প্রতারক রেজাউল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া :
ঈদের পঞ্চম দিনে পর্যটকদের পদারচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মদনায় প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকতে।

ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও শুক্রবার সকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে। সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সাথে নেচে গেয়ে হইহুল্লোয় মেতেছেন তারা।

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ প্রিয়জনদের সাথে সেলফি তুলছেন। পর্যটকদের ভীড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেল গুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।

পর্যটন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম ছিল। ঈদের পঞ্চম দিন শুক্রবার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা। আগত এসব পর্যটকরা আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে মেতেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। একই সাথে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে।

পর্যটক মৌসুমী আক্তার বলেন, ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এটা মনে হয় কল্পনা। এর আগে কুয়াকাটায় আসেছি, অনেক সময় লেগেছে। সাকাল থেকেই এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। খুব ভালই লেগেছে। পর্যটক তরুনী সাবরিনা সাথী বলেন, সবুজ অরণ্য এবং সমুদ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে বিমোহিত করেছে। একই সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে সাঁতার কাটা আসলেই অন্যরকম এক অনুভূতি। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুরসংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন কুয়াকাটার এ সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের জেলা প্রশাসন ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার ২১ জুন ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নির্দেশনায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন।

দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৭টি মামলায় ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসন।

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

২০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক আয়োজনে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহন্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি।

এছাড়াও উপস্থিত ছিলেনসাংবাদিক,মুক্তিযোদ্ধা, বিশিস্ঠজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া ৮ শত কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ এবং ৪ শত কৃষকের মাঝে নারিকেল চাড়া বিতরণ করা হয়েছে।

হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া গরীব দুস্ত অসহায়দের চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসিন সাদেক সরোজমিনে গিয়ে হরিনাথপুর বাজারে ভাই ভাই বেকারীর গোডাউন থেকে সরকারী চাল জব্দ করে।

পরে জব্দকৃত ৯ মন চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর নিদের্শে উপজেলা সহকারী ভুমি কমিশানারের হেফাজতে নিয়ে যায়।

জানাযায় প্রধানমন্ত্রী গরীব দুস্ত অসহায় জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দিয়ে থাকেন।

গত শনিবার উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল বিতরণ করছেন।তখন ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে ৯ মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন।

এ বিষয়ে গোডাউনের মালিক আবদুর রহমান জানায় ঈদের আগের দিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রাখেন।

ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে।সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল।তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আবদুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক বলেন গোপন সংবাদে জানতে পারি,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি গোডাউনে রাখা আছে।তখন প্রশাসন নিয়ে চাল জব্দ কওে নিয়ে আসি।

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল র‍্যাব ৮ সদর দপ্তরের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল র‍্যাব ৮ সদর দফতরে ১৯ জুন রাতে আয়োজন করা হয় এই শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের।

র‍্যাব ৮ অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আলমের আমন্ত্রনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মোট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ অন্যান্যরা।

শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ শেষে ফটোসেশনে উপস্থিত অতিথিবৃন্দ।

 

বিনোদন ডেস্ক :
এই সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ব্যবসা শুরু করেছেন তিনি।

‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামের জুস বার ও ট্রি হাউস দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হয়েছে বলে জানান চমক।

এবার আরও একটি সুসংবাদ দিলেন চমক। সেটি হচ্ছে- ব্যক্তিগত জীবনে যুগলবন্দী হতে চলেছেন চমক। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে চমকের। বিশেষ দিনের স্থিরচিত্রই নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, আনন্দঘন সেই দিনে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক।
সূত্র : বাংলানিউজ

বরিশালের খবর ডেস্ক :
চলতি এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফর শুরু হয়েছিল উত্তর কোরিয়া দিয়ে। ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিম জং উনের নিমন্ত্রণ রক্ষায় সেখানে যান তিনি।

আজ (২০ জুন) বৃহস্পতিবার ভোর রাতে পুতিন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

যুক্তরাষ্ট্র পুতিনকে সাদরে বরণ করায় ভিয়েতনামের সমালোচনা করেেছে। ওয়াশিংটনের দাবি, এই সফরে ইউক্রেন আগ্রাসনকে আরও বৈধতা দেয়ার সুযোগ পাবেন পুতিন।
পুতিন এই সফর উপলক্ষ্যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র নান জানে লেখা এক নিবন্ধে ইউক্রেইনের ‘সঙ্কট সমাধানে একটি বাস্তবসম্মত পথকে’ সমর্থন করায় হ্যানয়ের প্রশংসা করেন।

ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ভিয়েতনামের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের প্রশংসা করার পাশাপাশি পুতিন নিজের লেখায় দুই দেশের মধ্যে আর্থিক, জ্বালানি ও বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রগতির কথাও তুলে ধরেন।

বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভিয়েতনাম একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে যাকে তারা ‘বাঁশের কূটনীতি’ বলে অভিহিত করে। ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি ভিয়েতনাম; পশ্চিমা দেশগুলো হ্যানয়ের এ অবস্থানকে ‘ক্রেমলিন ঘনিষ্ঠ’ হিসেবে বিবেচনা করে।

উত্তর কোরিয়া ও রাশিয়া, উভয়েই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার মুখে থাকলেও ভিয়েতনাম সতর্কতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মিত্রতা গড়ে তুলেছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বরিশালের খবর ডেস্ক :
আগামীকাল শুক্রবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর।

সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং । সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্ব পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু আন্তঃসীমান্ত উদ্যোগ চালু করা হয়েছে।

এটি ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর হবে। তিনি গত ৯ জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি বিকেল ৪টায় (দিল্লির সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনারও পরিদর্শন করবেন।

এরপর তিনি রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

শেখ হাসিনা একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য হায়দরাবাদ হাউসে যাবেন।

উভয়েই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন। তারা হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন। তিনি রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন।