TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে বিজয় করে ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাবেন। আমি নির্বাচিত হলে আমার এলাকায় কোনো মিথ্যা মামলা থাকবে না, কেউ জুলুমের শিকার হবে না।”

রবিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় হাতপাখার সমর্থনে গণসংযোগ ও পথসভায় তিনি এমন দাবি করেন।

পথসভা শেষে পৌরসভার বিভিন্ন স্থানে হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীম।

তিনি বলেন, “আমরা দুর্নীতিমুক্ত ও কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠন করব- যেখানে সকলে তার অধিকার পাবে। জনগণের এক টাকাও চুরি হবে না।”

এসময় ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সকালে বরিশাল নগরীর নূরিয়া স্কুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *