TT Ads
Spread the love

খবর ডেস্ক :
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮। ছবি: বাসস
বরিশাল, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলম পিরোজপুর জেলার মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল র‌্যাব ৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসাদুজ্জামান আলমকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এবিষয়ে পিরোজপুর থানার উপ পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১০ ঝিনাইদাহে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

তিনি বলেন, এছাড়া পিরোজপুরে আরো একটি হত্যা মামলা চলমানসহ তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলমকে পিরোজপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *