TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
প্রকল্প উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পথে হঠাৎ রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি নিজেই ক্লাস নিলেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন স্কুল পরিদর্শনকারী গৌরনদীর ইউএনও এবং পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। ঘটনাটি ঘটেছে উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পাঠদান চলাকালে হঠাৎ বিদ্যালয়ে আসেন ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি। সে সময় ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস চলছিল। তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বল্প সময়ের জন্য পাঠদান করেন।

পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে নানা দিকনির্দেশনা দেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছে, স্বল্প সময়ের জন্য হলেও ইউএনও ম্যাডামকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা খুব আনন্দিত। তিনি আমাদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহ দিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *