খবর ডেস্ক :
স্টিমরোলারের মতো নির্যাতন সত্ত্বেও বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হলেও দল এখনও জনগণের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে দেশে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কেউ কাউকে আর সম্মান করছে না—এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা চলছে। কোথাও কোথাও মব ভায়োলেন্স বা তাৎক্ষণিক সহিংসতা সৃষ্টি করে ভাঙচুর চালানো হচ্ছে। তিনি বলেন, “এভাবে আইনের শাসন চলতে পারে না। একটি সভ্য রাষ্ট্র কখনো এমন হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সুষ্ঠু পার্লামেন্ট নির্বাচন।”
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, জেলা ভিত্তিক কৃষি ও শিল্পকে সমন্বিতভাবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক সাফল্য দ্রুত আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে এখনও ঘাটতি আছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ পরিষ্কার হবে।”
নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “আমরা কখনো রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি। বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। দেশ ও মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে বলেন, সব দিক বিবেচনা করে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা এবং জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



