খবর ডেস্ক :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া।
আসনটিতে তাকে সমর্থন দিয়ে নিজেদের দল থেকে কোনো প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী। ধারনা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে ১১ দলীয় জোটের প্রার্থী হতে পারেন তিনি।
নির্বাচন কমিশনে দাখিল করা আসাদুজ্জামান ফুয়াদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, আইন ব্যবসা, টকশো এবং ফেসবুক, ইউটিউব থেকে তিনি বছরে আয় করেন ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা।
এরমধ্যে আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান ৪ লাখ ১০ হাজার টাকা। এছাড়া বাকি ৩ লাখ ২৬ হাজার টাকা তিনি আয় করেন টিভি টকশো এবং ইউটিউব ফেসবুক থেকে।
ফুয়াদের নিজের নগদ দুই লাখ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদ আছে ৭ লাখ টাকার। এছাড়া তার স্ত্রী রুমা মারজানের ৫০ হাজার এবং ব্যাংকে ১৮ হাজার টাকাসহ অস্থাবর সম্পদের রয়েছে ২ লাখ ১৮ হাজার টাকার।
তবে স্থাবর সম্পদ বিবরণীতে নিজের এবং স্ত্রীর উত্তরাধিকার সূত্রে সম্পদ থাকলে তা তাদের নামে এখনো বণ্টন হয়নি বলে উল্লেখ করেছেন হলফনামায়।






