TT Ads

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মিডিয়া সেল সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার ওপর একমত পোষণ করে কিছু বিষয় সংযোজন করে প্রস্তাবনা জমা দিয়েছে। যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য কেউ বুঝে আবার কেউ না বুঝেই ইসলামী আন্দোলনকে নিয়ে সমালোচনায় মাঠে নেমেছে। আমরা বিষ্ময়ের সাথে লক্ষ করেছি কিছু রাজনৈতিক নেতৃবৃন্দও এ সমালোচনায় গা ভাসিয়ে দিয়েছে, যা খুবই দুঃখজনক।

আজ ১১ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলার আওতাধীন সফিপুর ইউনিয়ন উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন কেএম শরীয়াতুল্লাহ।

সংগঠনের ইউনিয়ন সভাপতি মাসুদ হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম জিহাদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি হাফেজ ইয়াকুব সরদার, উপজেলা সহ-সভাপতি মুহাম্মাদ জোনায়েদ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সফিপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব শামসুল হক মাতুব্বর, সহ-সভাপতি মাওলানা ফয়সাল খান, সহ-সভাপতি আলহাজ্ব শাহিন আকন, সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমাদ চাকলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সফিপুর ইউনিয়ন সভাপতি আলী আহমাদ সরদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সফিপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ রুহুল আমীন।

সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের ইসলামী যুব আন্দোলন সফিপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *