নিজস্ক প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দৌঁড়ে শক্ত অবস্থানে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
অল্প সময়ের মধ্যে আবু নাসের বরিশাল মহানগরীসহ সদর উপজেলা পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠলেও মনোনয়ন পেয়ে যান স্থানীয় বিএনপির সর্বোচ্চ এবং বর্ষীয়ান নেতা মজিবর রহমান সরোয়ার।
কিন্তু মনোনয়ন পাওয়ার পর নির্বাচনি মাঠে দুই নেতার দূরত্ব চিন্তায় ফেলে দেয় তাদের কর্মী-সমর্থকদের। অবশেষে সেই দুশ্চিন্তা কাটিয়ে নির্বাচনি লড়াইয়ে শক্ত অবস্থান গড়ে উঠলো দুই নেতার ঐক্য।
শনিবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে মজিবর রহমান সরোয়ার ও আবু নাসের রহমাতুল্লাহ’র ঐক্যবদ্ধভাবে বরিশাল সদর আসনে নির্বাচনি বৈতরণী পার করার অঙ্গীকার করেন।
এসময় মজিবর রহমান সরোয়ারের গাঁয়ে ধানের শীষের ছবি সম্বলিত চাঁদর জড়িয়ে দেন আবু নাসের রহমাতুল্লাহ। এমন দৃশ্য দুই নেতার অনুসারীদের মধ্যে প্রাণ সঞ্চার করেছে। দুই নেতার ঐক্য বরিশাল সদর আসনে ধানের শীষের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
এর আগে শনিবার বিকালে নগরীর গির্জা মহল্লা এলাকায় একে স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া-মাহফিল আয়োজন করেন আবু নাসের রহমাতুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ত্রাণকর্তা ছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বরিশালের ব্যাপক উন্নয়ন করেছেন। এ অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি গভীরভাবে স্থান করে নিয়েছেন। বরিশালের প্রতিটি উন্নয়নের সাথে বেগম জিয়া ওতপ্রোতভাবে জড়িত।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবু নাসের রহমাতুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। কারাগারে যাওয়ার আগেও তিনি ঐক্যের কথা বলেছেন, মুক্তির পরও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশের মানুষ ও দলের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ না হলে তার প্রতি অবমাননা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।






