নিজস্ব প্রতিবেদক:
বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ১৪ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বানারীপাড়া পৌরশহরের বন্দর বাজারে এ ইলিশটি বিক্রি হয়।
চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের জেলে রুমেনের জালে সকালে ধরা পড়ে বিরল এই রূপালি ইলিশ। পরে তিনি মাছটি নিয়ে যান বন্দর বাজারের সত্যরঞ্জনের মৎস্য আড়তে। সেখানে পাইকারি বিক্রেতা বিকাশ মাছটি ১৪ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন।
ইলিশটি দেখতে বাজারে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বড় আকারের ইলিশ পেয়ে এবং উচ্চ দামে বিক্রি করতে পারায় জেলে রুমেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন মাছ ধরা পাওয়া আমার জীবনের বড় সৌভাগ্য।”






