TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নতুন রূপে সাজানো সার্জারি ইউনিট–২ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর দোয়া-মোনাজাতের মাধ্যমে নবউদ্বোধিত ইউনিটটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদ হাসান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করীম মিতুলসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন,
“শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যসেবার মান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। রোগীরা আরও উন্নত, দ্রুত এবং আধুনিক সেবা পেতে পারে—সে লক্ষ্যেই হাসপাতালের বিভিন্ন বিভাগ আধুনিকায়ন করা হচ্ছে। আগামী দিনে এই উন্নয়ন আরও বেগবান হবে।”

হাসপাতার সম্পূর্ণ পরিবেশ ও সেবা ব্যবস্থা উন্নত করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন পরিচালক মশিউল মুনীর। রোগীদের ভোগান্তি কমাতে আউটডোরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জরুরি বিভাগে অতিরিক্ত বেড স্থাপন, ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, ল্যাব ও ইমেজিং বিভাগে দ্রুত রিপোর্ট সরবরাহ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, নতুন সরঞ্জাম সংযোজন এবং সেবার মান বাড়াতে বিভিন্ন প্রকল্পও চলমান রয়েছে।

নতুন সার্জারি ইউনিট–২ চালুর মাধ্যমে শেবাচিম হাসপাতালে সার্জারি বিভাগের কর্মব্যস্ততা আরও কমবে এবং রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *