TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেও মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। শীতের তীব্রতায় বিপর্যস্ত কুয়াকাটায় বসবাসরত রাখাইন জনগোষ্ঠীসহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটার ৮টি গুরুত্বপূর্ণ স্পটে প্রায় ৭০০টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি আমখলাপাড়া, মিস্ট্রিপাড়া ও আশপাশের বিভিন্ন রাখাইন পল্লীতে সরাসরি গিয়ে প্রায় ১০০ জন রাখাইন নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন,শীত মৌসুমে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের কষ্ট বেশি বেড়ে যায়। রাখাইন জনগোষ্ঠীসহ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। এই কার্যক্রম শীতকালজুড়ে অব্যাহত থাকবে।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মানুষ যেন শীতের কারণে কষ্ট না পায়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কম্বল পেয়ে রাখাইন সম্প্রদায়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীতের এই দুর্যোগময় সময়ে উপজেলা প্রশাসনের এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *