নিজস্ব প্রতিবেদক :
বরিশালে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ৮৪ ইভেন্ট গ্রুপ। শারীরিকভাবে অক্ষম আনোয়ার মিয়ার চলাচল ও জীবিকা নির্বাহের সুবিধার্থে তাকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং জীবিকা শুরুর জন্য ২০০টি ডিম প্রদান করা হয়েছে।
জানা গেছে, কয়েক মাস আগে চলতি পথে শারীরিকভাবে অক্ষম আনোয়ার মিয়ার সঙ্গে পরিচয় হয় স্থানীয়দের। চলাচলের কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাকে রাস্তায় হামাগুড়ি দিয়ে মানুষের সহায়তায় চলতে হতো। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার জীবন ছিল চরম কষ্টকর ও হৃদয়বিদারক।
এই অসহায় অবস্থায় তার পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ৮৪ ইভেন্ট গ্রুপ। সংগঠনটির উদ্যোগে আনোয়ার মিয়ার চলাচলের সুবিধার্থে একটি বিশেষভাবে প্রস্তুত ভ্যানগাড়ি এবং আত্মকর্মসংস্থানের জন্য ২০০টি ডিম প্রদান করা হয়।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা আনোয়ার মিয়ার হাতে তুলে দেন।
এ সময় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, এই ভ্যানগাড়ির মাধ্যমে আনোয়ার মিয়া এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। পাশাপাশি ডিম বিক্রির মাধ্যমে তিনি নিজের পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা সমাজের অন্যান্য বিত্তবান ও সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।






