TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশে ন্যায়বিচার (ইনসাফ), দুর্নীতিমুক্ত ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি।

তিনি বলেন, এই ঘৃণিত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে শহীদ শরিফ ওসমান হাদির শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়ার সময় জয়নুল আবেদীন এসব কথা বলেন।

এ সময় তিনি শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জয়নুল আবেদীন আরও বলেন, ওসমান হাদি ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান মানুষ। সমাজ ও সংগঠনের জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং কোনো বিদেশি আধিপত্য থাকবে না।

এ সময় মরহুমের শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার জামাই একজন অত্যন্ত ভালো মানুষ ছিল। তার মতো মানুষ খুব কমই দেখা যায়। আল্লাহ তায়ালা যেন তার সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা, বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *