TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের সূচনা হয়। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সাধারণ মানুষও এ সময় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা তাঁদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার চেতনাকে বেগবান করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের সে পরিকল্পনা ছিল আরও ব্যাপক ও সুদূরপ্রসারী।

তিনি বলেন, কেউ কেউ বিভেদ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। কিন্তু আমাদের ঐক্যের ভিত্তি ১৯৭১, ১৯৯০ ও ২৪ আগস্ট। কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রকে থামাতে পারবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমেই দেশ পরিচালিত হবে।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *