TT Ads

বরিশালের খবর ডেস্ক :
২০১০ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে।
নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার।

শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর সাত মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।

মাঝে বেশ অনেক দিন ইউরোপে ছিলেন, এরপর তিনি পাড়ি জমান কানাডায়। সেখান থেকে সামাজিকমাধ্যমে সেই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন। কানাডার বিখ্যাত ল্যাভেন্ডার খামারের একটিতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ফুলের বাগান থেকে নানা রকম পোজে ছবি তোলেন।

সেসব ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না। ’

ছবিগুলোর প্রশংসার পাশাপাশি কেউ কেউ মন্তব্য করেন, ‘দেশে বা বিদেশে যেখানেই থাকো ভালো থেকো। ’

সেই পোস্টে মেহজাবীনের স্বামী আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আবরার আতাহার লেখেন, ‘ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি। ’ সেই মন্তব্যের উত্তরে আদনান লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না। ’

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমা। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি পায়নি এখনও।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *