TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বহুল প্রত্যাশিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা মহাসড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান
এবং
নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সেতুটি নির্মাণ হলে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীর যাতায়াত হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

এটি নির্মাণ হলে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে, নদী পারাপারের দুর্ভোগ দূর হবে এবং দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

স্থানীয়দের দাবি, সেতুটি চালু হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপ্লব ঘটবে।

বরিশাল নগরীর সঙ্গেও চার উপজেলার যোগাযোগ হবে আরও সহজ, স্বল্পসময়ের ও নিরাপদ।

সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *