নিজস্ব প্রতিবেদক :
মাগুরায় তৃতীয় শ্রণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয়তাবাদী মহিলাদল বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলাদলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার সহ অনান্যরা।
বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দরা বলেন, আছিয়ার মতো এক শিশু ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেনা। যারা এঘটনার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা ও সাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।