নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার দিনব্যাপী একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১টায় নিজ বাসভবনে বরিশাল মহানগরের ১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম নিয়ে মতবিনিময় করের এবং নির্বাচনী কমিটি গঠন করেন।
এরপর বিকেল সাড়ে ৪টায় বরিশাল মহানগর ছাত্রদল ও বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্রদলের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালাটি বরিশাল সদর রোডস্থ টাউন হলে অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেল সাড়ে ৫টায় বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে ‘বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মহান আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নৃতৃবৃন্দ।
দিনের শেষ কর্মসূচিতে রাত ৮টায় বরিশাল মহানগর হোমিওপ্যাথিক মেডিসিন সমিতির সঙ্গে নির্বাচনী কার্যক্রমে তাদের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার।
প্রতিটি কর্মসূচিতে বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টার প্রেস সেক্রেটারি এ এস এম রাসেল কবির।






