TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটা পৌর বিএনপির মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত শেষে ৫ হাজার মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

মঙ্গলবার (০৬ জানুয়ারী)আসরের নামাজ বাদ কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য খান  রবিউল ইসলাম রবি,কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার,উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক,মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক  সম্পাদক  অ্যাডভোকেট নাসির উদ্দীন,কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মওলানা শহিদুল ইসলাম,শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল,কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক, মতিউর রহমান, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও কলাপাড়া, মহিপুর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী বলেন,বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন আপসহীন ছিলেন। ক্ষমতার মোহ নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষাই ছিল তার রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন,আজ কুয়াকাটার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে কতটা গভীরভাবে অবস্থান করছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করছি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়।

তিনি আরও বলেন,আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে দেশবাসীর মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে ইমাম আলহাজ্ব কারী মো: নজরুল ইসলাম।

দোয়া মিলাদ অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ সময় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *