TT Ads

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নে মানববন্ধন করেছে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন।

 

আজ বুধবার বেলা ১২ টায় নগরী সিটি কর্পোরেশনের সামনে এই মানববন্ধন করে তারা।

 

বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ আবু সালেহ্ ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হীরা সহ অন্যান্যরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে এলইউসি ও প্লান দেয়া বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। তাই ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ এর উপ-বিধি (৭) অনুসারে ৪৫ দিনের মধ্যে প্লান অনুমোদন দেয়া ও গেজেট বহির্ভূত ও অকার্যকর মাষ্টার প্লানের অযুহাত দার করানো বন্ধ করা,বরিশাল শহরের অধিকাংশ রাস্তার প্রশস্ততা কম তাই রাস্তার প্রশস্ততার ক্ষেত্রে গতানুগতিক ও প্রচলিত নিয়মে প্লানের অনুমোদন দেয়া, ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ বহির্ভূত ভূমি ব্যবহার ছাড়পত্র (LUC) প্রথা বাতিল করা, ইমারত নির্মান বিধিমালা ১৯৯৬ এর তফসিল-২ অনুসারে প্লান অনুমোদনের ফি নির্ধারন করা, যে সমস্ত এলাকায় কিংবা বাড়িতে পানির সরবরাহ লাইন সংযোগ করা হয়নি সেই সব এলাকার জনগনকে পানির বিল হইতে অব্যহতি দেয়া, ভবনে বসবাস শুরু করার পূর্ব পর্যন্ত হোল্ডিং ও পানির বিল নেয়া বন্ধ করা, প্লান অনুমোদন সহ সকল ধরনের সেবা প্রাপ্তির ক্ষেত্রে “ওয়ান স্টপ সার্ভিস” ব্যবস্থা চালু করা, পূর্বে ভরাটকৃত ব্যক্তিগত রেকর্ডিয় জমির শ্রেনীতে পুকুর উল্লেখ থাকলে প্লান অনুমোদন প্রক্রিয়া বাধাগ্রস্ত না করা ও খালের পাড়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের রেকর্ডিয় জমির ক্ষেত্রে ইমারত নির্মানে জমি ছাড়ের ক্ষেত্রে যুক্তিসংগত ও বাস্তব ভিত্তিক সমাধান করার ১০ দফা বাস্তবায়ন করার দাবি জানানো হয়। আগামি ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

 

উল্লেখ্য এ দাবি বাস্তবায়নে গত ৭ ডিসেম্বর সচিব প্রধান উপদেষ্টা কার্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *