TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
আধুনিক পদ্ধতিতে আখ চাষ সম্প্রসারণ ও কৃষকের উৎপাদন বাড়াতে জীবাণু সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠি এলাকায় বিএসআরআই ও বিএআরসির যৌথ উদ্যোগে আয়োজিত আধুনিক পদ্ধতিতে আখ চাষে জীবাণু সারের গুরুত্ব ও ব্যবহার বিষয়ক মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএসবিএফ প্রকল্পের প্রকল্প ইন-চার্জ ড. খন্দকার মহিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইয়ের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন, প্রশাসন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরে আলম সিদ্দিকী, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন বিএসআরআই বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গনপতি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিএসআরআইর জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ এবং কৃষক প্রতিনিধি আব্দুস ছালাম।

প্রধান অতিথি ড. কবির উদ্দিন আহমেদ বলেন, “একসময় জমির উর্বরতা ছিল স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার মাটির বুনটে মারাত্মক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে মাটির স্বাস্থ্য রক্ষায় আখসহ সব ধরনের ফসল উৎপাদনে জৈব সার ও জীবাণু সার ব্যবহার অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, জীবাণু সার ব্যবহারে, রাসায়নিক সারের প্রয়োজন কমবে, মাটির স্বাস্থ্য শক্তিশালী হবে, আখের গুড়ের গুণগত মান অটুট থাকবে, বাজারে এর চাহিদা বাড়বে, কৃষকরা বেশি লাভবান হবেন ।

মাঠ দিবসের এই আয়োজনকে ঘিরে ক্ষুদ্র কাঠি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অর্ধশতাধিক আখচাষি অংশগ্রহণ করে আধুনিক চাষাবাদ, জমি প্রস্তুত, সার ব্যবস্থাপনা ও রোগ দমন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *