TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ প্রভাবশালী ৬ বিএনপি নেতা ও তাদের শতাধিক কর্মি সমর্থকরা বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।

শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার বাইশারী বাজার সংলগ্ন নূরানী ক্যাডেট মাদ্রাসার সামনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনের জামাত মনোনীত প্রাথী ও বরিশাল জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার আয়োজিত উঠান বৈঠকে যোগদান করেন তারা।

জামাতে যোগদান করা অন্যান্য নেতারা হলেন, বানারীপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মো : গফ্ফার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো : সিদ্দিক মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদার, ইলুহার বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুজ্জামান, , উদয়কাঠী ইউনিয়রন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সালামসহ ২ শতাধিক নেতাকর্মি।

সূত্র জানায় বরিশাল (দক্ষিন) জেলা বিএনপির অন্যতম সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার ও তার সমর্থকদের সাথে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুর মতবিরোধ ছিলো।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু এক বারের জন্যও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ অন্যন্যদের ডাকেন নি। এমনকি স্ব উদ্যোগে তারা কাজ করতে চাইলেও তাদের নিরুৎসাহিত করেন সান্টু।

এ কারনে বিএনপির এসব নেতারা সান্টুর উপর চরম ক্ষুব্ধ হয়েউপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার এবং পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে মাহবুব মাস্টার জানান, চার দশক নিষ্ঠার সঙ্গে কাজ করেও লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন তিনি।

তিনি বলেন, দলে এখন টাকায় মনোনয়ন বিক্রি হয় এবং নেতাদের কাছে কর্মীরা প্রতারিত হচ্ছে। যে কারনে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন।

’মাহবুব মাস্টার জানান, তিনি দলের কাছে নিগৃহিত হয়েই শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে তিনিসহ তার বিশাল অনুসারীসহ জামায়াতে যোগদান করেছেন।

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, পদত্যাগের কথা শুনেছেন তবে জামাতে যোগদান করেছেন এ কথা তার জানা নেই। তিনি বলেন, মাহবুব মাস্টারের অভিমান ভাঙিয়ে তাঁকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *