আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) আসর নামাজের পর কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স এর ব্যানারে তৌহীদি জনতা এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, কোরআন অবমাননার অভিযোগে জড়িত বাউল আবুল সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেমসহ শতাধিক মুসল্লি কর্মসূচিতে অংশ নেন।
মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান,কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো. হুমায়ুন কবির, কুয়াকাটা ঘটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান, স্টুডেন্ট এলায়েন্স সদস্য মুজাহিদ সিফাত ও আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ বিরোধী মন্তব্যের মতো ঘটনাগুলোতে দেশের আইন যথাযথভাবে প্রয়োগ হওয়া প্রয়োজন। তারা আরও বলেন, কোরআন অবমাননার মতো সংবেদনশীল ঘটনাগুলোর বিচার দ্রুত নিশ্চিত করা হলে সমাজে ইতিবাচক বার্তা যাবে।
বক্তারা সরকারের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।






