TT Ads

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জানায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাষ্ট্র চায় ,পুরাতন দিনের গান আর কেউ শুনতে চাই না। দেশ পরিচালনার জন্য দেশের মানুষ নতুন নেতৃত্ব দেখতে চাই। দেশের মানুষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, ১৯৪১ সালে ৭৫ জনকে নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয় আজকে বাংলাদেশে তিন থেকে চার কোটি মানুষ সরাসরি এ আন্দোলনের সাথে জড়িত। বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃবৃন্দের উপর গত ১৭ বছরে শত নির্যাতনের পরেও দেশের মানুষের পাশে আছে। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এই জন্য দেশের মানুষের আস্থার জায়গায় জামায়াতে ইসলামি।

১ লা ফেব্রুয়ারী শনিবার বরিশাল নগরীর পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি উত্তর থানার উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মদিনার সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, ইনশাআল্লাহ্। সেখানে থাকবে না মারামারি, হানাহানি, দুর্নীতি, স্বজনপ্রীতি। এই জন্য সাধারণ মানুষকে জনে জনে বুঝাতে হবে, দেশের কল্যানের জন্য ইসলামী সমাজের বিকল্প কিছু নেই। বাংলাদেশে সবার কাছে ডাক্তার শফিকুর রহমান এখন সব থেকে জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

মহানগর শুরা সদস্য ও কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। মহনগরীর সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, থানা নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান, থানা সেক্রেটারি হাফেজ জাবের আল হাসানসহ ওয়ার্ড সভাপতি সেক্রেটারিসহ ইউনিট দায়িত্বশীল বৃন্দ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *