TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান’র নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খেলাফত মজলিসের বরিশাল (পূর্ব) জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন কামাল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, হিজলা উপজেলা আমির অধ্যাপক নুরুল আমিন ও কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জব্বার বলেন, দেশে সুষ্ঠ নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি। এ ব্যাপারে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। তাছাড়া এই রিমোট এলাকায় আমি দীর্ঘদিন যাবত কাজ করায় দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী জনতার মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *