TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সোবহানের নির্বাচনি প্রচারে দুই দফায় বাধা দেওয়ার অভিযাগ উঠেছে। এসময় তার দুই কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তাদের প্রতিপক্ষের কর্মীদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার ও সরিকল বন্দরে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের প্রচারণার সময় এই ঘটনা ঘটে।

আহত দুই কর্মী হলেন- গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির ও অপরজন বিএনপি কর্মী কামাল খান।

দুপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান অভিযোগ করে বলেন, “সকালে পিঙ্গলকাঠী বাজারে বিএনপির নেতাকর্মীরা প্রথম দফায় আমার নির্বাচনি প্রচারে বাধা দিয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সরিকল বন্দরে নির্বাচনি প্রচার চালাতে গেলে সেখানেও বাধার কারণে প্রচারে চালাতে পারিনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।

ক্ষোভ প্রকাশ করে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “সরকার তথা নির্বাচন কমিশন যদি বলে দেয় যে, একদল ছাড়া কোনো প্রচার করা যাবে না; তাহলে আমরা প্রচার চালাব না। কিন্তু সরকার তথা নির্বাচন কমিশন তো তা বলেনি। আর আমি তো কোনো প্রার্থীর বিরুদ্ধে কিছু বলিনি। তাহলে আমার প্রচারে বাধা কেন?”

তিনি আরও বলেন, “আমাকে ভয় বা বাঁধা দিয়ে আটকানো যাবে না। ভয়হীন ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমার এই যাত্রা। আমার এই যাত্রায় জনগণই বিজয়ী হবে।”

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “বিষয়টি অবগত হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। উপজেলাজুড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *