নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
সোমবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।
সরোয়ার বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও তিনি এ ধরনের দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।






