নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে ৩১ লক্ষ টাকার সহায়তা চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত টাকা নিহত এবং আহত পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশাল জেলার বিভিন্ন উপজেলার ৭ পরিবারের মাঝে এই সহায়তা চেক হস্তান্তর করেন। নিহত ছয় পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং আহত এক পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
এসম উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক খালেদ মাহমুদ, মাওশির পরিচালক জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা।