TT Ads

নিজস্ব প্রতিবেদক :
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমুলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশালে যুবদলের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ পৃথকস্থানে এ কর্মসূচিত আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর যুবদল। সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিলে যোগদেন নেতাকর্মিরা। যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল ঘিরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা বরিশাল নগরী।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল। মিছিলটি সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা জেলা যুবদল। মিছিলে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ দক্ষিণ জেলার যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অপরদিকে একই সময় একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল উত্তর জেলা যুবদল। নগরীর জেলখানার মোড় থেকে বের হওয়া মিছিলটি সদর রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভা করে যুবদল। মিছিলে উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেন্টু, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনসহ উত্তর জেলার যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বরিশাল মহানগর যুবদল। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মহানগর যুবদলের সহ-সভাপতি কাইয়ুম রেজওয়ান সাগর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, রিয়াজ হোসেন, আবু কায়সার নিশাত, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশসহ মহানগরের ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।

অপরদিকে বিকেলে নগরীর নাজিরের হাসপাতাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। তার নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। একই কারনে যুবদল নেতা আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয় নগরীতে।

মিছিল শেষে পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। তারেক রহমানকে নিয়ে যারা কথা বলে তাদের শিক্ষা নিয়ে সন্দেহ আছে। বিএনপি কারো সাথে বিবাদ করতে চায়না। দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিস্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *