নিজস্ব প্রতিবেদক :
বরিশালে বিভাগীয় পর্যায়ে আন্তঃপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা।
সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় নগরীর কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই বিভাগীয় আন্তঃপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলার উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার এবং সহকারী উপ-পরিচালক সাজ্জাদ পারভেজ।
এবারের প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৯টি প্রতিষ্ঠান থেকে ১৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট ২২টি ইভেন্টে বিভিন্ন বয়স ও ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্রীড়াবিদরা।
আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত মনোভাব তৈরি করতেই এ আয়োজন।






