নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বরিশাল-৫ আসনে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলার আওতাধীন বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বরিশাল-৫ আসনের টিম ও মহানগর ছাত্রদল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি ও সহ সাধারণ সম্পাদক এরফান খান নিবিড়।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সেক্রেটারি হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তরেক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রিয়াজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মুরাদ রনি, তিতুমীর কলেজ ছাত্রদলের রাশেদুল ইসলাম আপন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের হাসিবুল হাসান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাজী ইসতাফ আলভীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ একটি মানবিক ও বাস্তবমুখী উদ্যোগ। বিএনপি সরকার গঠন করলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী এ কর্মশালায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।






